ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

নিখোঁজ মা-ছেলের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, ডিসেম্বর ৯, ২০২২
নিখোঁজ মা-ছেলের মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

শেরপুর: শেরপুরে নিখোঁজ হওয়ার চারদিন পর বাসার সেপটিক ট্যাংকে মা ও ছেলের মরদেহ পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের সিংপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া।

জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহ দু’টি অটোরিকশার চালক মোরশেদের স্ত্রী রোমানা আক্তার রোকসানা (২৮) ও ছেলে জুনাইদ হাসান রাফির (১১)।  

এ হত্যায় জড়িত সন্দেহে রোমানার স্বামী মোরশেদ ও শাশুড়িসহ তিনজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রোমানা ও রাফি গত শনিবার (৩ ডিসেম্বর) সিংপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। রোমানা পেশায় একজন সেবিকা। তার ছেলে রাফি শহরের সাত রঙ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।  

পুলিশ আরও জানায়, গত বুধবার রাতে রোমানার বোন শেরপুর সদর থানায় রোমানা ও রাফির নিখোঁজ হওয়ার ব্যাপারে সাধারণ ডায়েরি করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ। পরে বৃহস্পতিবার বিকেলে তাদের বাসার সেপটিক ট্যাংকে মা-ছেলের মরদেহ পায় পুলিশ।  

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত রোমার স্বামী ও শাশুড়িসহ তিনজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।