ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মরক্কোর রাষ্ট্রদূতের বাসভবনে কূটনীতিকদের সংবর্ধনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, ডিসেম্বর ৮, ২০২২
মরক্কোর রাষ্ট্রদূতের বাসভবনে কূটনীতিকদের সংবর্ধনা মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম

ঢাকা: ঢাকায় মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিমের বাসভবনে বিদায়ী রাষ্ট্রদূত ও নতুন রাষ্ট্রদূতদের সম্মানে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ দিন বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা, জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকিসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, কূটনৈতিক কোরের ডিন হিসেবে মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম ঢাকায় নতুন রাষ্ট্রদূতদের স্বাগত এবং বিদায়ী রাষ্ট্রদূতদের বিদায় জানিয়েছেন। রীতি অনুযায়ী ওই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।