ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, ডিসেম্বর ৩, ২০২২
যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ নারী আটক

বরিশাল: ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক সাথি আক্তার (২২) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন উত্তর দূর্গাপূর ইউনিয়নের আড়াইওড়া বেরিবাধ এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের স্বাধীনতা পার্কের ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস নামক বাসে তল্লাশি চালিয়ে সাথি আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ ও পায়ের কাছে রাখা একটি ব্যাগের মধ্য থেকে মোট ৫টি প্যাকেটে ২ কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের শেষে আসামিকে আদালতের মাধ্যমে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।