ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, ডিসেম্বর ৩, ২০২২
শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে।  

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে শ্রীবরদীর হাঁসধরাস্থ হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউটের আয়োজনে ৫০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে পুরস্কার দেওয়া হয়েছে।

হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউট-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল্যা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউটের সভাপতি রিয়াল এ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হালিমা আহসান টেকনিক্যাল (বিএম) ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান জেবিন আলম, সদস্য জিসান আলম, তানজিনা আলম, ফারহানা খান, ইংরেজী প্রভাষক রহিমা খাতুন, শিক্ষার্থী অভিভাবক মমিনুল ইসলাম মমিন।

আলোচনা শেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
জেএটি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।