ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রাজারবাগ মোড়ে দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, ডিসেম্বর ১, ২০২২
রাজারবাগ মোড়ে দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে পল্টন থানা: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর রাজারবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম জামান উদ্দিন।

তার বাবার নাম দিলার উদ্দিন। গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার বাকার কান্দি গ্রামে। বর্তমানে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকতেন। পেশায় তিনি ভ্যানচালক।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

এসআই মেহেদী হাসান আরো জানান, রাতে রাজারবাগ মোড়ে কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিল। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা না গেলেও পরে পরিচয় পাওয়া যায়। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।