ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

গজারিয়ায় ৪০ কেজি গাঁজা-ফেনসিডিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, ডিসেম্বর ১, ২০২২
গজারিয়ায় ৪০ কেজি গাঁজা-ফেনসিডিল জব্দ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।  

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজি কান্দি এলাকা থেকে এসব জব্দ করে পুলিশ।

গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী এ তথ্য নিশ্চত করেছেন।  

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থল থেকে একটি তালাবদ্ধ প্রাইভেটকার জব্দ করা হয়। এসময় প্রাইভেটকার থেকে প্রায় ৪০ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশি মদ, ২৬৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা হালিম প্রধান বলেন, উপজেলার পাখির মোড় থেকে দ্রুত গতিতে একটি প্রাইভেটকার ফরাজি কান্দি এলাকায় প্রবেশ করে। এসময় আমাদের সন্দেহ হয়। প্রাইভেটকারের সামনে এগিয়ে গেলে চালক পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে গাড়ি থেকে এসব জব্দ করে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।