ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

করোনা ঠেকাতে আস্থা রাখুন প্রকৃতিতে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুন ১৭, ২০২০
করোনা ঠেকাতে আস্থা রাখুন প্রকৃতিতে  মশলা

সেই প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদের ওপর নির্ভর করে নানা রোগের মুক্তির পথ তৈরি করেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। আজও চিকিৎসা ক্ষেত্রে আয়ুর্বেদ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। কোভিডের ক্ষেত্রে আয়ুর্বেদ ওষুধের সাহায্য নিলে সংক্রমণের দাপট অনেকাংশে আটকানো যায় বলে দাবি আয়ুর্বেদ চিকিৎসকদের। 

করোনা মোকাবিলায় ওষুধের পাশাপাশি সমান কার্যকর প্রাকৃতিক নানা উপাদান। যারাই করোনা জয় করে সুস্থ হচ্ছেন, প্রায় প্রত্যেকেই বলছেন, বিশেষজ্ঞরা চিকিৎসকরা ওষুধের পাশাপাশি নিয়মিত বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছেন।

 

সম্প্রতি কলকাতার জনপ্রিয় আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ‘পাবমেড’ নামক মেডিক্যাল জার্নালে কোভিড-১৯-এর সংক্রমণে মারাত্মক নিউমোনিয়া প্রতিরোধক ভেষজ উদ্ভিদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এছাড়াও শ্রীলঙ্কায় ভারতীয় আয়ুর্বেদিক ওষুধ প্রয়োগ করে উল্লেখযোগ্য ভালো ফল পাওয়া গিয়েছে।  

প্রাকৃতিক কোন উপাদান কীভাবে ব্যবহার করলে, কী উপকার পেতে পারি আসুন জেনে নেই: 

•    গরম পানি খাবার হজমে সাহায্য করে। তাই গরম পানিতে লেবুর রস মিশিয়ে সেই পান করুন 
•    প্রতিদিন গুলঞ্চ সেবন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে

•    রান্নায় হলুদ, জিরা, ধনে,আদা, রসুন ব্যবহার করুন
•    শুকনো কাশি হলে দিনে একবার গরম পানিতে পুদিনা পাতা দিয়ে ভাপ নিন

•    লবঙ্গ-গুঁড়া ও মধু মিশিয়ে দিনে দু’-তিন বার খাওয়া যেতে পারে
•    তুলসি, দারুচিনি, গোলমরিচ-গুঁড়া দিয়ে চা পান করুন। চিনির বদলে দিন মধু বা গুড়
•    রাতে ঘুমের কয়েক ঘণ্টা আগে আধা চা চামচ হলুদ গুঁড়া এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে পান করুন
•    কালোজিরা ও মধু মিশিয়ে খেলে সব ধরনের জীবাণুর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে।  


বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।