ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ভ্যালেনটাইন ফর ইউ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, ফেব্রুয়ারি ১, ২০১৬
ভ্যালেনটাইন ফর ইউ

এথনিক, ট্রেডিশনাল এবং পাশ্চাত্য পোশাকে নিজেদের গর্জাস লুকে উপস্থাপনের জন্য ভ্যালেন্টাইন ডে ও ফাল্গুনের পোশাক থাকছে আইকনিক ফ্যাশন গ্যারেজে।

চলতি ফ্যাশনের গাউন কামিজ, ম্যাক্সি ড্রেস, সিল্ক- জর্জেটের লং কটি বা জাম্পস্যুট সবই থাকছে রং এবং প্যাটার্ন ভিন্নতায়।



ফ্যাশন হাউসটির উদ্যোক্তা তাসলিমা মলি জানান, উপমহাদেশের চলতি ডিজাইন ভাবনায় এবং ফেব্রিকেশনে লং থেকে সেমি লং কুর্তি, সালোয়ার কামিজ বা শাড়িতে থাকছে গর্জাস লুক।

আরামদায়ক ভিসকোস ফেব্রিক, নিট, কটন আর স্টাইলিশ ইন্ডিয়ান সিল্ক, জর্জেট, ম্যাশ ফেব্রিক, সাটিন ও কাতান ফেব্রিকে মেশিন এম্ব্রয়ডারি, সিকুইন্স আর কারচুপির কাজ করা হয়েছে মেয়েদের পোশাকগুলোতে। প্যাটার্নে প্রাধান্য দেয়া হয়েছে ফিউশন এবং পাশ্চাত্য কাট।

আইকনিকের পোশাক বৈচিত্র্য থাকছে কুর্তিতে। তাই ক্যাজুয়াল বা ফরমাল দুই ভাবেই নিজেকে প্রকাশ করা যাবে আইকনিকের কুর্তি কালেকশন থেকে। ফেব্রুয়ারি মাসে আইকনিকের যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি ২৭, উত্তরা এবং বনানীর শোরুমে বান্ডেল কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়ের সুযোগ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।