ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

ভাসাভির সামার সেল অফার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, এপ্রিল ২৫, ২০১৪
ভাসাভির সামার সেল অফার

ঢাকা: বরাবরের মত এবারও সামার লাইভ ফ্যাশন শো’র আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি।

সম্প্রতি গুলশানে নিজস্ব শো-রুমে সামার লাইভ ফ্যাশন শো’র উদ্বোধন করেন ভাসাভি ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান প্রেমলাল।



এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামানসহ চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের তারকা শিল্পীরা।

রাজু ও নাহিদের কোরিওগ্রাফিতে ফ্যাশন শো’তে ক্রেতাদের পছন্দের গ্রীষ্মকালীন বিভিন্ন কালেকশনের পাশাপাশি তুলে ধরা হয় আবহমান বাংলার নানা রূপ ও বৈচিত্র।

ফ্যাশন শো’র পাশাপাশি সামার সেলে ক্রেতাদের জন্য ৫৫ ভাগ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়।

সামার লাইভ ফ্যাশন শো প্রসঙ্গে ভাসাভি’র ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান বলেন, পোশাক আর জুয়েলারির মাধ্যমে সব পেশার মানুষের কাছে চাহিদ অনুযায়ী পণ্য পৌঁছে দিতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় ব্যতিক্রমধর্মী এ ফ্যাশন শো’র আয়োজন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।