ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

লাইফস্টাইল

বিয়েবার্ষিকীতে অ্যাশ-আভির দূরত্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, এপ্রিল ২০, ২০১১

বলিউডের বিখ্যাত তারকাদম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের চতুর্থ বিয়েবার্ষিকী ২০ এপ্রিল। কিন্তু পেশাগত ব্যস্ততায় অভিষেককে দূরে থাকতে হচ্ছে ঐশ্বরিয়ার কাছ থেকে।



অভিষেকের মন্তব্য, ‘একটুও সময় পাচ্ছি না। রাশিয়ায় যেতে হচ্ছে শুটিংয়ের কাজে। এদিকে আবার মুক্তি পেতে যাচ্ছে ‘দুম মারো দুম’। ছবিটির প্রচারের কাজেও থাকতে হচ্ছে। সব মিলিয়ে অবস্থা এমন যে বিয়েবার্ষিকীতে অ্যাশের সঙ্গে আলাদা একটু সময় কাটাব সে উপায়ও নেই। ’

এই তারকাদম্পতি তাদের প্রথম বিয়েবার্ষিকী কাটিয়েছিলেন মিয়ামিতে। অভিষেক তখন সেখানে ছিলেন ‘দোস্তানা’ ছবির শুটিংয়ে। দ্বিতীয় বিয়েবার্ষিকীতে তারা ‘রাবণ’ ছবির শুটিংয়ের ফাঁকে সময় করে নিয়েছিলেন।
আর গেল বছর সময়টি কাটিয়ে ছিলেন আমেরিকায়।

সূত্র : বলিউড পত্রিকা

বাংলাদেশ সময় ০০৩০, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।