ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

লাইফস্টাইল

গাছ থেকে পড়ে তিশমা আহত

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, এপ্রিল ৩, ২০১১

জনপ্রিয় পপতারকা তিশমা গাছ থেকে পড়ে আহত হয়েছেন। তার হাঁটুর চামড়া কেটে গেছে।

শরীরের একাধিক জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছেন।

ছোটবেলা থেকেই তিশমা খানিকটা দুরন্ত প্রকৃতির। দুষ্টুমি করাটা তার স্বভাবের অংশ। এই দুষ্টুমির খেসারত দিতে হলে সম্প্রতি। সেদিন দুষ্টুমি করেই বাসার আঙিনার একটি গাছে ওঠার কসরত করছিলেন তিশমা। গাছের একটি ডালে চড়ে বসতেই তা ভেঙে যায়। তিশমাও গাছ থেকে নিচে পড়ে যান। হাঁটু সহ শরীরের একাধিক জায়গা তার কেটে গেছে। তবে মারাত্মক কোনো আঘাত পান নি।

ডাক্তারের পরামর্শে কয়েকটা দিন তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। তবে সামনের সপ্তাহ থেকেই আবার নিয়মিত কাজ শুরু করতে পারবেন বলে তিশমা জানিয়েছেন। আগামী পহেলা বৈশাখে নন্দনপার্কে অনুষ্ঠিতব্য কনসার্টে তিশমা পারফর্ম করতে যাচ্ছেন। এরই মধ্যে কাজ শুরু করেছেন নিজের নবম একক অ্যালবামের। সুস্থ হয়ে আবারও তিনি অ্যালবামের কাজ শুরু করবেন বলে জানান। তিশমা আরো জানালেন, ইংরেজি ম্যাগাজিন ‘পারপল’-এ তিনি এখন থেকে নিয়মিত লেখালেখি করবেন।

বাংলাদেশ সময় ১৮১০, এপ্রিল ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।