ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

লাইফস্টাইল

জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, মার্চ ৩০, ২০১১

টুইটারে হঠাৎ গুজব উঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন জনপ্রিয় অ্যাকশন অভিনেতা জ্যাকি চ্যান।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমগুলোতে।

পরে ফেসবুকে বার্তা আসে জ্যাকি বেঁচে আছেন, সুস্থ আছেন এবং আগের মতোই হাত-পা ছুঁড়ে কথা বলছেন। তার মৃত্যুর খবরটি একেবারেই গুজব।

অস্ট্রেলিয়ার কুরিয়ার মেল ফেসবুকের বরাত দিয়ে লিখেছে, ‘জ্যাকি বেশ ভাল আছেন, সুস্থ আছেন। তার হার্ট অ্যাটাকও হয়নি, তিনি মারাও যাননি। সামাজিক মাধ্যম বা অনলাইন সংবাদপত্রগুলোতে যেসব খবর বের হয়েছে তার কোন বাস্তব ভিত্তি নেই। ’

জ্যাকি তার নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও ফেসবুক বার্তায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময় ১৮১৪, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।