ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

লাইফস্টাইল

এবার চঞ্চল চৌধুরীর সঙ্গে পপি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, মার্চ ১৩, ২০১১

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপি দীর্ঘদিন পর নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘দেহ’।

চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সালমান হায়দার। ছবিতে পপির বিপরীতে দেখা যাবে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ‘মনপুরা’ খ্যাত চঞ্চল চৌধুরীকে।

নির্মাতা সালমান হায়দার  ‘দেহ’ ছবিটি প্রসঙ্গে জানালেন, মানবিক বক্তব্য নিয়ে ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে।   ছবিতে পপির চরিত্রের নাম থাকে ফুলবানু। সে একজন পেশাদার যৌনকর্মী। চঞ্চল চৌধুরীকে দেখা যাবে তার খদ্দেরের ভূমিকায়। একসময় তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দৈহিক সম্পর্কের চেয়েও দুজনের মানসিক সম্পর্কটা বড় হয়ে উঠে। চঞ্চল চায়, পপিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় সমাজ।

‘দেহ’ ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী মে মাসে। ছবির বেশিরভাগ দৃশ্য ধারণ করা হবে ফরিদপুরের রাজবাড়িতে। এরই মধ্যে ছবির গান রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। ছবিটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, সুমনা হক ও শবনম।

বাংলাদেশ সময় ১৬৫০, মার্চ ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।