সাদা চুল নিয়ে অনেকেই বিব্রত থাকেন। তবে প্রাকৃতিক উপায়ে ঘরেই সহজ কিছু উপকরণ ব্যবহার করে পাকা চুল কালো করা সম্ভব।
আমলকি ও হেনা: চুলের যত্নে আমলকি বহুদিনের বিশ্বস্ত উপাদান। হেনা পাউডার গরম পানিতে ভিজিয়ে পেস্ট তৈরি করুন। এবার এতে আমলকি পাউডার ও অল্প কফি মিশিয়ে চুলে লাগান। প্রায় ১ ঘণ্টা রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
মেথি ও নারকেল তেল: অ্যামিনো অ্যাসিড ও লেসিথিন সমৃদ্ধ মেথি চুল পাকা রোধে কার্যকর। নারকেল তেল গরম করে তাতে মেথি দানা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। তারপর দানা ছেঁকে নিয়ে উষ্ণ তেল মাথার ত্বক ও চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করুন। রাতে ব্যবহার করলে সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
চা পাতা মিশ্রণ: দুই চামচ চা পাতা পাউডার, দুই চামচ মেহেদি পাউডার, এক চামচ মধু ও এক চামচ লেবুর রস একসাথে মিশিয়ে নিন। গরম পানি দিয়ে পেস্ট তৈরি করে পুরো চুলে লাগান। আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
উপরের যেকোনো প্যাক ব্যবহার করার আগে অবশ্যই চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। নিয়মিত ব্যবহারেই সাদা চুল হবে প্রাকৃতিক কালো, আর চুল থাকবে আরও শক্ত, ঝলমলে ও মসৃণ।
এমজে