ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

লাইফস্টাইল

মিটিং-সেমিনারে পোশাক যেমন হওয়া উচিত

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, আগস্ট ১৬, ২০২৫
মিটিং-সেমিনারে পোশাক যেমন হওয়া উচিত

কোনো অফিস মিটিং, সেমিনার কিংবা আনুষ্ঠানিক সভা-সমাবেশে পোশাক শুধু ব্যক্তিত্বকেই তুলে ধরে না, বরং আপনার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তোলে। সঠিক পোশাক অন্যদের কাছে যেমন একটি ইতিবাচক ধারণা তৈরি করে, তেমনি আপনার উপস্থিতিকেও করে তোলে মর্যাদাপূর্ণ।

তাই যে কোনো আনুষ্ঠানিক পরিবেশে পোশাক বেছে নিতে হবে সতর্কভাবে।

মিটিং বা সেমিনারের মতো আনুষ্ঠানিক পরিবেশে পুরুষদের জন্য শার্ট-প্যান্ট সবচেয়ে উপযুক্ত। সাদা, আকাশি, হালকা নীল বা প্যাস্টেল রঙের শার্টের সঙ্গে গাঢ় রঙের ট্রাউজার ভালো মানিয়ে যায়। প্রয়োজনে টাই ব্যবহার করা যেতে পারে। শার্ট অবশ্যই আয়রন করা পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে। জুতো হিসেবে ফরমাল সু-ই সেরা। সভা-সমাবেশে পাঞ্জাবী-পাজামা। সাদা, অফ হোয়াইট রঙের পাঞ্জাবী যে কাউকেই ভালো মানায়।

নারীরা চাইলে সালোয়ার-কামিজ, শাড়ি কিংবা অফিস উপযোগী টপস-প্যান্ট পরতে পারেন। তবে রঙ যেন খুব বেশি উজ্জ্বল বা চাকচিক্যময় না হয়। হালকা মেকআপ ও সাদামাটা গয়না আনুষ্ঠানিক পরিবেশে মানানসই। কর্মক্ষেত্রের অনুষ্ঠানে শাড়ি পরলে সেটি যেন মার্জিত এবং আরামদায়ক হয়, সেই দিকে খেয়াল রাখা জরুরি।

সাধারণ কিছু পরামর্শ
* পোশাক অবশ্যই পরিষ্কার ও পরিপাটি হওয়া চাই।
* খুব বেশি উজ্জ্বল রঙ বা ঝলমলে পোশাক পরিহার করা ভালো।
* আবহাওয়া ও পরিবেশ বিবেচনা করে আরামদায়ক কাপড় বেছে নেওয়া উচিত।
* জুতা, বেল্ট কিংবা ব্যাগ যেন পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
* ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং গুছানো লুকই সবচেয়ে বড় পরিচয়।

অফিসের সভা, বড় কোনো সেমিনার বা আনুষ্ঠানিক আলোচনায় পোশাক শুধুই বাহ্যিক বিষয় নয়, এটি আপনার আচরণ, ব্যক্তিত্ব ও প্রফেশনাল ইমেজের অংশ। তাই সঠিক পোশাক নির্বাচন করাই হতে পারে সাফল্যের প্রথম ধাপ।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।