সারাদিন পর কাজ থেকে ফিরে এসে, ভালো করে মুখ ধুয়ে কিছুক্ষণ পর মুখে ছিটিয়ে নেন গোলাপজল। ক্লান্তি দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখা, মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপজল বেশ জনপ্রিয়।
অনেকে আবার গেলাপজল দিয়ে প্যাক গুলে মুখে মাখেন। তবে অনেকেই হয়তো জানেন না ত্বকের যত্নে যে গোলাপজল ব্যবহার করেন, তা মাখারও নির্দিষ্ট সময় রয়েছে।
বিউটিশিয়ানরা বলছেন, ত্বকের যত্নে যে কোনো প্রসাধনী রাতে মাখাই ভালো। গোলাপজলের ক্ষেত্রেও সেই নিয়ম মেনে চলতে পারলে ভালো।
রাতে মুখে গোলাপজল মাখলে যে উপকার হয়
* যারা বাইরে বেরোনোর আগে নিয়মিত সানস্ক্রিন মাখেন না, তাদের জন্য গোলাপজল বেশ কাজের। রোদে পোড়া ত্বকের লালচে ভাব, র্যাশ নিরাময় করতে পারে গোলাপজল।
* ত্বক অতিরিক্ত শুষ্ক হলে অকালে বুড়িয়ে যেতে পারে। রাতের গোলাপজল মেখে ঘুমোলে এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। বলিরেখা পড়ার আগে থেকেই নিয়মিত মুখে গোলাপজল মাখতে থাকুন।
* প্রদাহজনিত সমস্যাও কমিয়ে দিতে পারে গোলাপজল। এ ছাড়া র্যাশ, ব্রণ বা ত্বকে কোনো রকম অস্বস্তি হলে মুখে গোলাপজল স্প্রে করে নেওয়া যেতে পারে।
* ত্বকের আর্দ্রতা বজায় রাখতে গোলাপজলের জুড়ি মেলা ভার।
* ত্বক ভালো রাখতে গেলে পিএইচের সমতা বজায় রাখা জরুরি। সারারাত মুখে গোলাপজল মেখে রাখতে পারলে পিএইচের সমতা বজায় থাকে। এ ছাড়া মুখে ওপেন পোরস থাকলে, সেই সমস্যাও নিরাময় করে।
এএটি