ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

রন্ধনশিল্পী টমি মিয়ার নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, জুন ২৬, ২০২২
রন্ধনশিল্পী টমি মিয়ার নামে মামলা

ঢাকা: টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান ব্রিটিশ বাংলাদেশি তারকা রন্ধনশিল্পী টমি মিয়া এবং তার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

রোববার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালতে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা উপদেষ্টা এস.এম আলী জাকের মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের হাজির হতে সমন ইস্যু করেছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রুবেল মিয়া এ তথ্য জানান।

মামলার আর্জিতে বলা হয়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। সেখানে চার মাস কাজও করেন। চুক্তি অনুযায়ী চার লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও আসামিরা কোনো টাকা পরিশোধ করেননি।

গত ২৯ মার্চ টাকা চাইলে আসামিরা তার প্রাণনাশের হুমকি দেন। টাকা পরিশোধ করতে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এক সপ্তাহের মধ্যে আসামিরা টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা তা করেননি। উল্টো টাকা চাইলে মিথ্যা মামলা ও ভাড়াটে গুন্ডা দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে মামলার আর্জিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ২৬, ২০২২
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।