ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আইন ও আদালত

আবেদন খারিজ, শামীম এস্কান্দারের মামলা চলবে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, জুন ১২, ২০২২
আবেদন খারিজ, শামীম এস্কান্দারের মামলা চলবে 

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।

এর আগে ৫ জুন এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য ১২ জুন দিন রেখেছিলেন আপিল বিভাগ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০০৮ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় মামলা করে।

পরে শামীম এস্কান্দার মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। যেটি খারিজ হয়ে যায়।

এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুন ১২, ২০২২
ইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।