রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তারকৃত আসামিদের আগামী ২২ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।
একইসঙ্গে, এই মামলার পলাতক ২৪ আসামিকে গ্রেপ্তার ও আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৩ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি ট্রাইব্যুনালকে জানান যে, এই ঘটনার সঙ্গে জড়িত দুই পুলিশ সদস্য, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ, আবু সাঈদ হত্যা মামলার আসামি হলেও বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। প্রসিকিউটর তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। একই দিনে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পলাতক বাকি ২৪ আসামিকে হাজির হতে বলা হয়েছে।
এর আগে সকালে ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার চার আসামিকে হাজির করা হয়। চার আসামি হলেন, পুলিশের সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।
উল্লেখ্য, ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার জমা দেয়া তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে।
ইএসএস/এমএম