ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আইন ও আদালত

ভাবিকে কুপিয়ে হত্যায় দেবরের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, জুন ৫, ২০২২
ভাবিকে কুপিয়ে হত্যায় দেবরের স্বীকারোক্তি

ঢাকা: রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনে ভাবি নাজমা আক্তারকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় দেবর আবুল কালাম আজাদ সেন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার উপপরিদর্শক শাকিব হোসেন আসামি সেন্টুকে আদালতে হাজির করেন। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

শনিবার সকালে জুরাইনের আইসি গেট এলাকার একটি বাসায় নাজমাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন দেবর সেন্টু। রক্তাক্ত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, সকালে বাসায় নাজমা রান্নাঘরে নাশতা বানাচ্ছিলেন। সেখানেই সেন্টু দা দিয়ে নাজমার পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে গেলে নাজমার আরেক দেবর নাসির আহমেদ সোহেল (৩০) ও তার স্ত্রী সাদিয়া আক্তার রিমা (২৫) আহত হন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ০৫, ২০২২
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।