ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

জিকে শামীমের মায়ের জামিন আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, নভেম্বর ২২, ২০২১
জিকে শামীমের মায়ের জামিন আবেদন ফাইল ছবি

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় হাইকোর্টে জামিন আবেদনে করেছেন ঠিকাদার জি কে শামীমের মা আয়েশা আকতার।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, জামিনের আবেদনটি আজকে কার্যলিকায় ছিল। জামিন আবেদনের পক্ষে অসুস্থতার যুক্তিতে এক সপ্তাহের সময় চাওয়া হয়। এরপর আদালত নট দিস উইক (এ সপ্তাহে নয়)আদেশ দেন।  

এজাহার মতে, আসামি এস এম গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও তার মাতা আয়েশা আকতার পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অবৈধ উপায়ে নিজেদের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকা নিজেদের ভোগ দখলে রাখায় দুদকের উপপরিচালক মো. সালাহ উদ্দিন ২১ অক্টোবর মামলা দায়ের করেন।
 

জিকে শামীমের মায়ের নামে গ্রেফতারি পরোয়ানা

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১ 
ইএস/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।