ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

হাওলাদারকে দেওয়া দুদকের নোটিশ কেন বেআইনি নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, নভেম্বর ২২, ২০২১
হাওলাদারকে দেওয়া দুদকের নোটিশ কেন বেআইনি নয়

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশ  কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে স্ত্রীসহ রুহুল আমিন হাওলাদারের করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ রুল শুনানির জন্য ৫ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত ২৮ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান এ নোটিশ দেন। নোটিশে ১০ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়।

পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে সস্ত্রীক রিট করেন রুহুল আমিন হাওলাদার।  

এর আগে ২০১৯ সালে তাকে নোটিশ দিয়েছিল দুদক। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছিলেন। একই সালের ৩ এপ্রিল সেই নোটিশের কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।