মারধর ও হুমকির অভিযোগে সাবেক বান্ধবী লায়লা আক্তার ফারহাদের করা ক্যান্টনম্যান্ট থানার মামলায় (নন-এফআইআর) টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে জামিন দেন।
এর আগে জিডি মূলে দায়ের করা এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। এরপর মামুনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামুনের আইনজীবী মো. নজরুল ইসলাম মামুনের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে জামিন দেন।
জানা যায়, গত বছরের ৪ জুন ক্যান্টনম্যান্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন লায়লা। এরপর আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে গত ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান সৈকত।
সেই প্রতিবেদন আমলে নিয়ে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
কেআই/আরবি