ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

শিবগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, অক্টোবর ৪, ২০২১
শিবগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধর্ষণ মামলায় আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় দেন।

এ সময় আদালতে আসামি উপস্থিতিতে ছিলেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আনোয়ার শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের রানীবাড়ী গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণী সূত্রের বরাত দিয়ে সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বাংলানিউজকে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে রানীবাড়ী গ্রামের পার্শ্ববর্তী এক গ্রামের মেয়েকে (২৩) ধর্ষণ করে আনোয়ার হোসেন। পরে আর বিয়ে না করে প্রতারণা করা হয় মেয়েটির সঙ্গে। শেষে ভুক্তভোগী নিজেই ২০১৮ সালের ০৮ সেপ্টেম্বর আদালতে আনোয়ারের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।  

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী মো. আব্দুল ওয়াদুদ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।