ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে ২টা থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, অক্টোবর ১৮, ২০২৫
রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে ২টা থেকে

চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হবে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টে প্রশাসন।



রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর ১৬ অক্টোবরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিতে হবেন।

সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামী ১৯ অক্টোবর রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হবে।
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।