ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আইন ও আদালত

বিজিবির ৮৭ মুক্তিযোদ্ধাকে ভাতা-আর্থিক সুবিধাদি দিতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, নভেম্বর ২৯, ২০২০
বিজিবির ৮৭ মুক্তিযোদ্ধাকে ভাতা-আর্থিক সুবিধাদি দিতে নির্দেশ

ঢাকা: গেজেট বাতিল করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৭ মুক্তিযোদ্ধাকে ভাতা ও আর্থিক সুবিধাদি দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (২৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার আদালত এ আদেশ দেন।

 

এর আগে ওইসব মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে মন্ত্রণালয়ে যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছিল, তাদের রিটের পরিপ্রেক্ষিতে ওই গেজেট স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আবেদন করে।

রোববার ওই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন চেম্বার আদালত।  

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস ও তুষার কান্তি রায়। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আব্দুল কাইয়ূম।  

আইনজীবী মো. আব্দুল কাইয়ূম বলেন, হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়ে চেম্বার আদালত ৮৭ মুক্তিযোদ্ধাকে ভাতা ও আর্থিক সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী বছরের ২৯ জুলাই আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।   

তিনি আরও জানান, গত ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সাল) বর্ডার গার্ড বাংলাদেশে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো। এতে সংক্ষুদ্ধ হয়ে ৮৭ জন রিট করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।