ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আইন ও আদালত

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, আগস্ট ২৪, ২০২০
নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন যাবজ্জীবন। ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরীকে (১৪) ধর্ষণের দায়ে মিঠু (৩০) নামে এক ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট বাদল কৃষ্ণ রায় জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৫৫৪/১৯ মামলাটির রায়ে আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মামলার বাদী আব্দুল আজিজ জানান, রায়ে তিনি সন্তুষ্ট। আসামি যে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।