ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

জামিন পাননি সম্রাটের সহযোগী আরমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, আগস্ট ১৮, ২০২০
জামিন পাননি সম্রাটের সহযোগী আরমান আরমান

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি ও ‘ক্যাসিনো’ সম্রাটের সহযোগী এনামুল হক আরমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  

তিনি অবৈধ ক্যাসিনো ব্যবসায়ী ও ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রা‌টের সহযোগী।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর সি‌নিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কা‌য়েশের আদালতে জামিন চান আরমানের আইনজীবী। দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।  

আরো পড়ুন: সম্রাটের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

গত ১২ নভেম্বর আরমানের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে দুই কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

গত ৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
কেআই/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।