ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আইন ও আদালত

জুলহাজ-তনয় হত্যা: আসামি আসাদুল্লাহ ৩ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, জানুয়ারি ১৬, ২০১৯
জুলহাজ-তনয় হত্যা: আসামি আসাদুল্লাহ ৩ দিনের রিমান্ডে আটক আসাদুল্লাহ

ঢাকা: রাজধানীর কলাবাগানে নাট্যকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার আসামি আসাদুল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৬ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মুহাম্মদ মনিরুল ইসলাম গ্রেফতার আসামি আসাদুল্লাহ ওরফে ফয়জুল ফয়সালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।  

শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদলতের হাকিম মো. মামুনুর রশীদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে আসাদুল্লাহ ওরফে ফয়জুল ফয়সালকে   গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি টিম।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা করেন এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনে অপর একটি মামলাটি দায়ের করেন।

নিহত জুলহাজ বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। আর পিপলস থিয়েটারে জড়িত ছিলেন লোক নাট্যদলের শিশু সংগঠন তনয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এমএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ