ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আইন ও আদালত

রংপুর-৫

জামায়াত নেতার মনোনয়ন জমা নিয়ে যাচাইয়ের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, ডিসেম্বর ৫, ২০১৮
জামায়াত নেতার মনোনয়ন জমা নিয়ে যাচাইয়ের নির্দেশ হাইকোর্ট/ফাইল ফটো

ঢাকা: রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াতের রংপুর জেলার নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

সঙ্গে ছিলেন ইমরান এ সিদ্দিকী ও শিশির মনির।

রিটার্নিং অফিসারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পরে শিশির মনির সাংবাদিকদের জানান, গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আইন অনুসারে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে গত ৩ ডিসেম্বর গোলাম রব্বানীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রংপুরের রিটার্নিং অফিসার আপিল বিভাগে আবেদন করেন।

এর আগে ৩ ডিসেম্বর গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, গত ২৮ নভেম্বর দুপুর ২টা ৫০ মিনিটে আইনজীবী বায়জিদ ওসমানি প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আমার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত কার্যালয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরও তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।  

এমনকী বিভিন্ন বিষয় নিয়ে তাকে হয়রানি করা হয়। শেষ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ না করায় এর প্রতিকার চেয়ে গত শনিবার নির্বাচন কমিশনে আবেদন করি। নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিকার না পেয়ে রোববার হাইকোর্টে রিট দায়ের করি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ