ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

সংসদে মুক্তিযোদ্ধাদের ১০ শতাংশ কোটা চেয়ে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সংসদে মুক্তিযোদ্ধাদের ১০ শতাংশ কোটা চেয়ে রিট

ঢাকা: জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটকারী একটি সামাজিক সংস্থার চেয়ারম্যান মো. আরিফুর রহমান মজুমদার।

আবেদনে বিবাদী করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও আইন সচিবকে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) করা রিট আবেদনে জাতীয় সংসদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা জারির আবেদন করা হয়েছে বলেও জানান আরিফুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭,২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।