ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জেটিঘাটে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, সেপ্টেম্বর ১০, ২০২৫
এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জেটিঘাটে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের সাগরে ড্রেজিং বন্ধ, ব্রেকওয়াটার (পাথর ফেলে সাগরে জেটি নির্মাণের) কাজ সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।  

পাশাপাশি কয়লাবাহী লাইটার জাহাজ ভেড়ার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের জীবিকার ক্ষতিপূরণ এবং অর্থনৈতিক অঞ্চল-১ ও ২ বন্ধের নির্দেশনাও রিটে চাওয়া হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘গন্ডামারা বরগুনা বহুমুখী সমবায় সমিতি’-এর সহকারী সাধারণ সম্পাদক আবুল হোসেন এই রিট করেন। এতে বিবাদী করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, এসএস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ মোট ১১ জনকে।

বুধবার (১০ সেপ্টম্বর) এটি দায়ের করেন গন্ডামারা বরগুনা বহুমুখী সমবায় সমিতির সহকারী সাধারণ সম্পাদক আবুল হোসেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি করা হতে পারে  বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী মোহাম্মাদ ফারুক হোসেন।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ