ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

আইনজীবীর মৃত্যু: আজ সুপ্রিম কোর্টের বিচারিক কাজ শুরু হবে ১১টায় 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, সেপ্টেম্বর ৩, ২০২৫
আইনজীবীর মৃত্যু: আজ সুপ্রিম কোর্টের বিচারিক কাজ শুরু হবে ১১টায় 

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভুঁইয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর বিচারিক কার্যক্রম সকাল ১১টা থেকে শুরু হবে।
 
বুধবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভুঁইয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর আজ (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা থেকে শুরু হবে।

 

উল্লেখ্য, আপিল বিভাগের কার্যক্রম সকাল ১১টা থেকে বিরতহীনভাবে দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।
 
এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি এক নম্বর ক্রমিকে রয়েছে।

ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।