বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের প্রতি এ আদেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হোসেন আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। সঙ্গে ছিলেন এএনএম আশিকুর রহমান খান।
এর আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে নিবন্ধন না দেওয়ায় দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ মুসা বিন এজাহার হাইকোর্টে রিট করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।
ইএস/এএটি