ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

ঢাকার নতুন জেলা জজ রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, সেপ্টেম্বর ১, ২০২৫
ঢাকার নতুন জেলা জজ রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ

ঢাকার জেলা ও দায়রা জজ নিয়োগ পেয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম। অপরদিকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক সাব্বির ফয়েজ ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন।

 

সোমবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার এই দুই আদালতসহ ১০ জনকে নতুনভাবে পদায়ন করা হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত বিচারকগণকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত পদে/কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।  

উল্লেখ্য, ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব গত ২৫ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। অপরদিকে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে গত ২১ জুন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়।  

কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ