ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

রুমমেটকে ছুরিকাঘাত, আদালতে ডাকসুর ভিপি প্রার্থী ‘জ্বালাময়ী জালাল’

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, আগস্ট ২৭, ২০২৫
রুমমেটকে ছুরিকাঘাত, আদালতে ডাকসুর ভিপি প্রার্থী ‘জ্বালাময়ী জালাল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি ‘জ্বালাময়ী জালাল’ নামেও পরিচিত।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে একটার দিকে হলের ৪৬২ নম্বর রুমে তিনি তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টা করে রাত আড়াইটার দিকে তাকে রুম থেকে বের করে পুলিশে দেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মারামারি ও হত্যাচেষ্টার মামলা করেছে। এরইমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সময় নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন জালাল। পরে অন্য শিক্ষার্থীরা রুমের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বুধবার সকালে মামলার পরিপ্রেক্ষিতে তাকে আদালতে হাজির করা হয় বলে জানায় পুলিশ।
 
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।