জুলাই-আগস্টের আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জন যুবককে গুলি করে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত ১৬ জনের বিচার শুরু হবে কি না, সেই সিদ্ধান্ত জানা যাবে আজ। এই নৃশংস ঘটনাটি গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময়ে ঘটেছিল।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে তাদের রায় ঘোষণা করবেন। এর মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ৭ আগস্ট প্রসিকিউশন তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম সেদিন ট্রাইব্যুনালে শুনানি করেন। এরপর গত ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেন।
এই মামলায় মোট ১৬ জন অভিযুক্ত। তাদের মধ্যে আটজনকে পুলিশ গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করেছে। তবে পলাতক রয়েছেন সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ আরও আটজন। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১৬ জুলাই ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
গত ২ জুলাই প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষী এবং ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে দুটি পেনড্রাইভও জমা দেওয়া হয়। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ছয়জন তরুণ প্রাণ হারান। এরপর তাদের মৃতদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও ভয়ঙ্কর বিষয় হলো, ওই সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও রেহাই দেওয়া হয়নি। পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হয়। এই পৈশাচিক ঘটনার জন্য ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
ইএসএস/এএটি