ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে সমন জারি 

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, মে ২৪, ২০২৫
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে সমন জারি  সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।  

শনিবার (২৪ মে) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসানসহ দুইজন আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে পানসিয়ানা নামে একটি ইউটিউব চ্যানেলে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ধরনের মন্তব্য করায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে মামলায় উল্লেখ করা হয়। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জামালপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরিষাবাড়ীর ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা রুমেল সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এছাড়াও এই মামলায় মহিউদ্দিন হেলাল নামে ওই ইউটিউবের উপস্থাপককে আসামি করা হয়েছে। ওই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন। ওইদিন আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বাদী রুমেল সরকার বলেন,‘মুরাদ হাসান মানুষকে নির্যাতন করেছেন। এখন পর্যন্ত তিনি গ্রেপ্তার হননি। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা। ’

আইনজীবী মো. মনিরুজ্জামান  বলেন,‘আদালত সমন দিয়েছেন। অর্থাৎ আগামী ১৯ জুন আসামি ড. মুরাদ হাসানসহ দুই আসামি সশরীরে উপস্থিত হতে হবে। আর আদালতে উপস্থিত না পারলে তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারের নির্দেশনা দেবেন। ’

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।