ঢাকা: গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বিচারকাজ শুরুর আগে শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এটা আমার জন্য অমর্যাদাকর। ’
তার আইনজীবীও আদালতের কাছে বিষয়টি তুলে ধরেন। ট্রাইব্যুনালের বিচারক বিষয়টি জানতে পুলিশ সদস্যদের তলব করেন।
পরে পুলিশ সদস্য নুরুন্নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। আরেক পুলিশ সদস্য শহীদুল অভিযোগ করেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আসামিরা তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
এই পুলিশ সদস্য অভিযোগ করে আর জানান, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের ‘তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব’ বলে হুমকি দেন এবং হাজতখানায় এসে মিটিং করে পুনরায় হুমকি দেন।
তবে কাঠগড়ায় দাঁড়িয়ে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাজাহান খান ও কামরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, তারা এমন কোনো কথা বলেননি। তারা এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।
জবাবে ট্রাইব্যুনাল বলেন, কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পাশাপাশি, পুলিশকেও বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করেন ট্রাইব্যুনাল।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ইএসএস/এমজেএফ