ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

কারাগারে আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী, ৯ জনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
কারাগারে আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী, ৯ জনের জামিন জামিন নামঞ্জুরের পর একে একে আদালত থেকে বের করা হয় আওয়ামীপন্থি আইনজীবীদের

ঢাকা: হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থি ৮৪ জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই আদালতে আরও নয় আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন।

রোববার (৬ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ছাড়া বাকি সবাই নারী।

এদিন সকালে একই আদালতে আত্মসমর্পণের আগে জামিন চান আওয়ামীপন্থি ৯৩ জন আইনজীবী।  

জামিন চাওয়া আইনজীবীদের মধ্যে আরও ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি, সাইবার ট্রাইব্যুনালের সাবেক পিপি নজরুল ইসলাম শামীম প্রমুখ।  

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর নামে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।  

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন।  

এ সময় ভুক্তভোগী আইনজীবী মামলা শুনানি শেষে করে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পড়ে পিস্তল দিয়ে হত্যার উদ্দেশে গুলি তাক করেন। আসামি ওয়াকিল লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

এ ছাড়া অন্য আসামিরা স্লোগান দিয়ে বাদীসহ অন্য আইনজীবীদের কিল-ঘুষি মারেন এবং লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারাত্মক আঘাত করেন। আসামিরা বিএনপিপন্থি আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও লাখ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

আসামিরা আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেন। তারা ঢাকা আইনজীবী সমিতির চেম্বার ভবন ও ভবনের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাঙচুর করে এক কোটি টাকার ক্ষতি সাধন করেন।

এরপর হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন ১১৫ জন আইনজীবী। আগামী সোমবার (৭ এপ্রিল) তাদের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।