ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

শাজাহান খান-মেননসহ ৭ জন নতুন মামলায় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, নভেম্বর ১১, ২০২৪
শাজাহান খান-মেননসহ ৭ জন নতুন মামলায় গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর তিন থানার পৃথক চার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, শাজাহান খানসহ ৭ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

অন্য যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন—সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা রেজাউল করিম ও যুবলীগ নেতা কবির হোসেন।

এদিন সকালে পুলিশ তাদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর মধ্যে পল্টন থানার শামীম হত্যা মামলায় শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়।

অপরদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার মনোয়ারা হসপিটালের সামনে গুলিতে নিহত হওয়া রফিকুল ইসলাম হত্যা মামলায় আহম্মদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।