ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ইসলাম

যে বৃক্ষ থেকে আহার করবে জাহান্নামের অধিবাসীরা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৪, অক্টোবর ১১, ২০২৫
যে বৃক্ষ থেকে আহার করবে জাহান্নামের অধিবাসীরা

পবিত্র কোরআনে জাহান্নামিদের যন্ত্রণাদায়ক শাস্তির আলোচনায় একটি বিশেষ বৃক্ষের কথা পাওয়া যায়, যার নাম জাক্কুম।

আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আপ্যায়নের জন্য কি এটিই উত্তম, না জাক্কুম বৃক্ষ? সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ; এ বৃক্ষ জাহান্নামের তলদেশ থেকে উদগত, এর গুচ্ছ শয়তানের মাথার মতো।

সীমা লঙ্ঘনকারীরা তা ভক্ষণ করবে এবং তা দিয়ে উদর পূর্ণ করবে। তার ওপর অবশ্যই তাদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে, তারপর অবশ্যই ওদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। ’ (সুরা : সাফফাত, আয়াত : ৬২-৬৮)

তাফসিরবিদদের মতে, ‘জাক্কুম’ বৃক্ষের ফল খাওয়াও জাহান্নামিদের জন্য বড় কঠিন হবে। কারণ তা বড় দুর্গন্ধময়, তেতো এবং অতি ঘৃণ্য হবে। অনেকে বলে যে এটা পৃথিবীর একটি গাছ এবং তা আরবে পরিচিত। ক্বুরত্ববি বলেন, এটি এক প্রকার তেতো গাছ, যা তিহামা এলাকায় পাওয়া যায়। আর অনেকে বলে যে এটা পৃথিবীর কোনো গাছ নয়, পৃথিবীর মানুষের কাছে তা অপরিচিত। (ফাতহুল কাদির)

সাঈদ ইবনে জুবাইর বলেন, ‘জাহান্নামিরা যখন ক্ষুধার কারণে খাদ্যের প্রার্থনা করবে তখন তাদের জাক্কুম খাওয়ানো হবে। ফলে তাদের মুখের চামড়া সম্পূর্ণ খসে পড়বে। এমনকি কোনো পরিচিত ব্যক্তি সেই মুখের চামড়া দেখেই তাদের চিনে নেবে। তারপর পিপাসায় ছটফট করে যখন পানি চাইবে তখন ফুটন্ত গরম তেল তাদের পান করতে দেওয়া হবে। ওই তেল হবে সর্বোচ্চ তাপমাত্রার। তা মুখের সামনে আসামাত্রই মুখমণ্ডলের মাংস ঝলসে যাবে।  

আর যে সামান্য অংশ তাদের পেটে গিয়ে পৌঁছবে তার ফলে নাড়িভুঁড়ি গলে যাবে। এমন অবস্থায় ওপর থেকে লোহার হাতুড়ি দিয়ে তাদের প্রহার করা হবে। ফলে দেহের একেকটি অংশ পৃথক হয়ে যাবে। তখন তারা চিৎকার করে মৃত্যু কামনা করতে থাকবে। এরপর তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং নতুন শাস্তির মুখোমুখি করা হবে। ’ (তাফসিরে ইবনে কাসির : ১৬/২২২)।

রাসুল (সা.) জাক্কুমের ভয়াবহতা সম্পর্কে বলেন, ‘ওই জাক্কুমের সামান্য পরিমাণ যদি জাহান্নাম থেকে পৃথিবীতে আসে তবে পৃথিবীর খাদ্য ও পানীয় তার বিষাক্ততায় বিনষ্ট হয়ে যাবে। ’ (তিরমিজি, হাদিস : ২৫৮৫)

তাই আমাদের উচিত, জাহান্নামের এই কঠিন ও যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। জাহান্নাম ওয়াজিব হয়, এমন কাজ থেকে নিজেদের দূরে রাখা।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।