ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ইসলাম

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, মার্চ ১৮, ২০২৪
ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।  

মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’র বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে এ বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।

কাকতালীয়ভাবে, শাওয়াল ক্রিসেন্ট তথা ঈদের চাঁদের জন্ম হতে পারে আগামী ৮ এপ্রিল, আর এদিন থাকবে পূর্ণ সূর্যগ্রহণ। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের দেখা মেলার অর্থ এটি ইসলামী বিশ্বের বেশিরভাগ অংশে পরের দিন সূর্যাস্তের পরে দৃশ্যমান হবে।

মুসলমানদের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে ঈদুল ফিতর , যা সম্প্রদায়ের মধ্যে কৃতজ্ঞতা, নতুনত্ব এবং ঐক্যের প্রতীক।

ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে রোজার চূড়ান্ত এবং আধ্যাত্মিক বিষয়টির সমাপ্তি ঘটে।  

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।