ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শি-র সঙ্গে হাত মিলিয়ে প্রশ্নের মুখে মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, নভেম্বর ১৭, ২০২২
শি-র সঙ্গে হাত মিলিয়ে প্রশ্নের মুখে মোদি

গালওয়ানে ভারত ও চীনের সেনা সংঘর্ষের পর এই প্রথম ইন্দোনেশিয়ার বালিতে শি জিনপিংয়ের মুখোমুখি হলেন নরেন্দ্র মোদি।

বিরোধীদের প্রশ্ন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করে ভারতের প্রধানমন্ত্রী কি সেনা জওয়ানদের মৃত্যুর প্রসঙ্গ তুললেন? 

মঙ্গলবার জি-২০ সম্মেলনের নৈশভোজে মোদি নিজেই শি-কে দেখে উঠে গিয়ে করমর্দন করেন।

হাসিমুখে কথা বলতেও দেখা যায়।  

কংগ্রেস নেতাদের প্রশ্ন, চীনকে যে মোদির ‘লাল চোখ’ দেখানোর কথা ছিল, তার কী হলো? মোদি কি শি-কে চীনের সৈন্যদের ভারতের জমি দখল করে রাখার বিষয়ে প্রশ্ন করেছেন?

পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা জবাবে বলেন, ‘শুধু এটুকুই বলব, নৈশভোজের শেষে দুজনের সৌজন্য বিনিময় হয়েছে। ’

শি-র সঙ্গে মোদির করমর্দনের ভিডিও তুলে ধরে কংগ্রেস কর্নেল সন্তোষ বাবুসহ গালওয়ানে হতাহত ২০ জওয়ানের নামের তালিকাও প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী মোদি বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে অনাবাসী ভারতীয়দের সম্মেলনে তার সরকারের সাফল্য বর্ণনা করেছিলেন। আজ তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীরা দেশীয় রাজনীতি নিয়ে বিদেশের ভারতীয়দের সামনে যান না। এটাই প্রথা। ২০১৪ থেকে এই প্রথা ভাঙা হয়েছে। সাম্প্রতিক উদাহরণ হলো ইন্দোনেশিয়া, যেখানে ফেকুমাস্টার ফের তার নিজেকে নিয়ে মজে থাকার অভ্যাস প্রমাণ করেছেন।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময় ১৬১৭, নভেম্বর ১৭, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।