ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, জুলাই ৩১, ২০২২
৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নেপাল

৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে হিমালয় কন্যা নেপালে। রোববারের এই ভূকম্পে নেপালের সঙ্গে সঙ্গে কেঁপে উঠে ভারতের কিছু কিছু অংশও।

ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল রাজধানী কাঠমান্ডুর ১৪৭ কিলোমিটার পূর্বে খোতাং জেলার মারতিম বিরতা এলাকায়। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরে এই ভূমিকম্প হয়। নেপালের পাশাপাশি কেঁপে উঠেছে ভারতের সিকিম, দার্জিলিং এবং বিহারের মুজফ্ফরপুরও। তবে  কোনো জায়গা থেকেই তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর জি নিউজ

এর আগে ২০১৫ সালে নেপালের কিছু অঞ্চলে ৭.৮ মাত্রার এক তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পে জানমালের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল দেশটিতে। মারা যান প্রায় ৮,৫০০ জন। এর জেরে ভূমিধস ও তুষারধসও ঘটেছিল। তাতে ২২ পর্বতারোহীর মৃত্যু হয়। এর এক মাস পরে আফটারশকের জেরে অন্তত ২০০ জন মারা যান সেখানে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।