ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার হামলায় নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু তিন জন।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো জানান, নিহত শিশুদের বয়স ২, ১৪ ও ১৭ বছর।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলায় আরও অনেকে আহত হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, মস্কো আলোচনার টেবিলের বদলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে।
বিবিসি জানিয়েছে, উদ্ধারকর্মীরা বেঁচে থাকা লোকেদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। ইউক্রেনে কেউই মনে করছে না যে এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে।
এদিকে ইউক্রেনের সেনারা জানিয়েছে, তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। তবে মস্কোর দাবি, তারা রাতারাতি ১০২টি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে।
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার জন্য নিউইয়র্কে বৈঠকে বসবে ইউক্রেনীয় প্রতিনিধিদল।
আরএইচ