ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বেসামরিকদের দোনেৎস্ক ছাড়ার আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, জুলাই ৩১, ২০২২
বেসামরিকদের দোনেৎস্ক ছাড়ার আহ্বান জেলেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দোনেৎস্কের বাসিন্দাদের দ্রুত অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার ( ৩০ জুলাই) গভীর রাতে দেওয়া টেলিভিশন ভাষণে জেলেনস্কি এই আহ্বান জানান।

 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন যত বেশি লোক দোনেৎস্ক অঞ্চল ছেড়ে চলে যাবে, রাশিয়ার সেনাবাহিনী তত কম লোককে হত্যা করার মতো সময় পাবে। যে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
 
দোনেৎস্ক থেকে সাধারণ মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, দোনেৎস্ক অঞ্চল থেকে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যেতে হবে। দয়া করে সরে যান।  যুদ্ধের এ মুহূর্তে ‘আতঙ্ক’ হলো রাশিয়ার প্রধান অস্ত্র।  

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আপনাদের সহায়তা করব। আমরা রাশিয়া না। আমরা সর্বোচ্চ সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করব এবং রাশিয়ার আতঙ্ক কমিয়ে দেব।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।