ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রুশবাহিনীর তোপে সেভেরোদোনেৎস্ক থেকে সরছে ইউক্রেনীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুন ২৪, ২০২২
রুশবাহিনীর তোপে সেভেরোদোনেৎস্ক থেকে সরছে ইউক্রেনীয় সেনারা সেভেরোডোনেটস্কে ইউক্রেনীয় সেনা

ইউক্রেনের পূর্বদিকের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে তাণ্ডব চালাচ্ছে রুশ সেনারা। এরইমধ্যে সেখান থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

লুহানস্ক অঞ্চলের আঞ্চলিক সেনাবাহিনীর প্রধান সেরহি হায়ডে বলেন, সেভেরোদোনেৎস্ক থেকে সরিয়ে নেওয়া হবে। শহরটির বেশিরভাগ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা।  

হায়ডে জানান, গত কয়েকমাস ধরে রুশ বাহিনী টানা গোলাবর্ষণ করে যাচ্ছে।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেন সেনা প্রত্যাহার করা শুরু করেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে শুক্রবার(২৪ জুন) সকালে ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে, সেভেরোদোনেৎস্কে লড়াই অব্যাহত রয়েছে।  

ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণের জন্য সেভেরোদোনেৎস্ক শহরটি দখল করা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই এই শহরটির কিছু অংশে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে।  

সূত্র: বিবিসি, সিএনএন

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ইআর

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।