ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

এবার পুতিনের সাবেক প্রেমিকা ইউরোপের নিষেধাজ্ঞায়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, মে ৬, ২০২২
এবার পুতিনের সাবেক প্রেমিকা ইউরোপের নিষেধাজ্ঞায়! পুতিন ও আলিনা কাবায়েভা

পুতিনের সাবেক প্রেমিকা আলিনা কাবায়েভা ইউরোপের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন। সদ্য প্রস্তাবিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজে নাম আছে তারও।

এখনও এ প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্যাকেজের খসড়ায় সই করেনি ইইউ। তবে দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। খবর: বিবিসি

ইউরোপীয় ইউনিয়নের দুইটি সূত্র বিবিসিকে জানিয়েছে, কাবায়েভাও ইউরোপিয়ান কমিশনের নিষেধাজ্ঞা তালিকায় আছেন। রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় তাকেও ইইউর নিষেধাজ্ঞা তালিকায় রাখা হয়েছে।

পুতিনের সঙ্গে আলিনার প্রেমের সম্পর্ক ছিল এমনটা প্রচলিত আছে। তবে পুতিন বিষয়টি কোনো দিনও স্বীকার করেননি। গুঞ্জন আছে, তিনি পুতিনের সন্তানও গর্ভে ধারণ করেছেন।

প্রসঙ্গত, আলিনা কাবায়েভা বর্তমানে রুশ রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মিডিয়া ম্যানেজার হিসেবেও কাজ করেন। তার নিয়ন্ত্রণে আছে রাশিয়ার টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ০৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।