ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে বিকল ১০ শতাংশ টেলিকম অবকাঠামো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, মার্চ ২৪, ২০২২
ইউক্রেনে বিকল ১০ শতাংশ টেলিকম অবকাঠামো

রাশিয়ার হামলায় পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের ১০ শতাংশ টেলিকম অবকাঠামো বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে তুর্কসেল।

বৃহস্পতিবার (২৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানায়।

তুরস্কের প্রভাবশালী টেলিকম অপারেটর তুর্কসেল ইউক্রেনে ‘লাইফসেল’ নামে কাজ করে, যা সে দেশের প্রধান তিনটি অপারেটরের একটি।

বুধবার এক স্টক এক্সচেঞ্জে দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, রুশ হামলায় ইউক্রেনের ১০ শতাংশ টেলিকম অবকাঠামো বিকল হয়ে পড়লেও কেন্দ্রীয় নেটওয়ার্কের কোনো ক্ষতি হয়নি। তাদের প্রায় নয় হাজার স্টেশন রয়েছে। যদিও কর্মীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কার্যক্রম চালু রাখতে তারা স্টেশনগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে। এছাড়া পশ্চিম ইউক্রেনের লভিভ ও কিছু প্রতিবেশী দেশে ব্যাকআপ ডেটা সেন্টার প্রতিষ্ঠা করেছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ, পূর্ব ও উত্তর—তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ও পাল্টা হামলার কারণে সামনে এগোতে তাদের বেগ পেতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।